যদি আরও কারে ভালোবাসো

কি যেন একটা (জানুয়ারী ২০১৭)

রূপক বিধৌত সাধু
  • 0
তোমার নাম্বার মুখস্তই আছে,
ইচ্ছে করে ফোন দেই;
নিশি রাতে কথা বলে মনোঃকষ্ট
কিঞ্চিৎ কমিয়ে নেই ।
বুকের ওপর চেপে আছে মস্ত
একটা পাথর খন্ড,
অহর্নিশ পিষে আমায়; দেয়না
অবসর এক দন্ড!
নিশিথ রাতের দুঃসহ যন্ত্রণা
কেড়েছে চোখের ঘুম,
জোয়ারের মতো বেড়ে উঠে শুধু
রজনী হলে নিঝুম!
তোমার সাথে কথা বললে ফিরে
আসতো হৃদয়ে গতি,
উদাস মনের ভাবনারা পেতো
মোহময় পরিণতি ।
কতো শত কথা ভেবে ভেবে যেই
ফোন নিতে যাই হাতে,
কানে লাগিয়ে নামিয়ে ফেলি ফের
কী জানি কী আশঙ্কাতে!
আমার কথায় তুমি কি বেজার,
হবে কি খুব বিব্রত?
তাচ্ছিল্য করবে কি হে? হয়ে
যাই ভয়ে আশাহত!
আমি না হয় অক্ষম, তুমিও তো
পারো ফোনখানা দিতে!
"কেমন আছো?" শুধালে এ কথাটা
ক্ষতি কি এ ধরণীতে?
কমবে কি দাম, তোমার সম্মান?
জৌলুশ, অহম কোনো?
আমার বুকের স্পন্দনে একটু
তোমার নামটা শোনো ।
অন্য কারও সুরে যদি বেঁধেছো
তুমি মিলনের গান,
মেনে নেবো আমি সব সমাচার
পুড়বে পুড়ুক প্রাণ ।
তবুও তোমার মুখের বচন
শুনতে হৃদয়ে ঝড়,
থামবেনা এ দুর্যোগ কখনোই
না শুনলে কন্ঠস্বর?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

১৫ জুন - ২০১৪ গল্প/কবিতা: ২৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪